গাংনীতে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০২:৪০ পিএম, ১৩ মে ২০১৮
প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনী উপজেলার করমদি মাঠে ধান কাটার সময় জিয়াউর রহমান জিয়া (৪৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ কৃষক।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি এ উপজেলার হাড়াভাঙ্গা কালিতলা গ্রামে।

আহতরা হলেন- করমদি গ্রামের সাইদুল ইসলাম (৪৫), হাড়াভাঙ্গা কালিতলার আবুল হোসেন (৫০), লালন হোসেন (৩০), বোরহান উদ্দীন (৩০), রাহানুল ইসলাম (২৮) ও লালন মিয়া (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাড়াভাঙ্গা কালিতলার কয়েকজন শ্রমিক পার্শ্ববর্তী করমদি গ্রামের মাঠে ধান মাড়াই করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাতে জিয়াউর রহমান ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে বামন্দীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় সাইদুল নামে এক শ্রমিককে বামন্দীর ক্লিনিক থেকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আসিফ ইকবাল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।