স্যাটেলাইট দেখে বিএনপির মাথা উল্টে গেছে : নাসিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ১৩ মে ২০১৮

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ঘুরছে ঘুরবে, স্যাটেলাইট উৎক্ষেপণ দেখে বিএনপির মাথা উল্টে গেছে। সেই সঙ্গে আওয়ামী লীগের উন্নয়ন দেখে উল্টাপাল্টা বকছে বিএনপি।

তিনি বলেন, আগামী নির্বাচনে খেলার মাঠে বিএনপিকে ফাউল করা হবে। এবার খেলা হবে মাঠে। ফাইনাল খেলা। সেই খেলায় বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ।

রোববার দুপুরে ফেনী সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

পরে ফেনীর ফুলগাজীতে ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নিতকরণ ও ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় একটি স্কুল মাঠে ১৪ দলের আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকমের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শহীদ খোন্দকারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আক্তার, ফেনী সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাহান আরা বেগম সুরমা, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, পৌর সাধারণ সম্পাদক আব্দুল করিম ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল প্রমুখ।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।