ব্লগার অনন্ত হত্যা মামলার চার্জগঠন ফের পেছাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ১৪ মে ২০১৮

বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার চার্জগঠনের তারিখ আবারও পিছিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার কার্যক্রম মহানগর দায়রা জজ থেকে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে। আগামী ৩০ জুন নতুন এই আদালতে চার্জ গঠনের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

সোমবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালত আলোচিত এ হত্যা মামালার অভিযোগ গঠনের নতুন তারিখ নির্ধারণ ও আদালত পরিবর্তনের এ আদেশ দেন।

এর আগে গত ১৮ অক্টোবর শুনানি শেষে আদালত পুনরায় তদন্ত শেষে সম্পূরক চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছিলেন। এরই মধ্যে আসামি পক্ষের আইনজীবী সাফিউর রহমান ফারাবীর জামিন আবেদন করেন। তবে আদালত জামিন আবেদন খারিজ করে দেন।

ব্লগার অনন্ত হত্যার তিন বছর পরও এ হত্যা মামলার বিচারকাজ শুরু না হওয়ায় ১২ মে তার মৃত্যুবার্ষিকী পালনকালে ক্ষোভ প্রকাশ করা হয়। তবে মহানগর দায়রা জজ আদালতের পিপি মফুর আলী আশা প্রকাশ করে বলেন, আগামী ৩০ জুন মামলাটির চার্জগঠন করে বিচারকাজ শুরু করা যাবে।

আদালত সূত্র জানায়, গত বছরের ৯ মে আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে ছয়জনকে অভিযুক্ত করে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হওয়া স্থানীয় একটি পত্রিকার ফটো সাংবাদিক ইদ্রিস আলীসহ ১০ জনকে অব্যাহতি দেয়া হয়। অভিযুক্তরা হলেন-সিলেটের কানাইঘাট উপজেলার আবুল হোসেন (২৫), খালপাড় তালবাড়ির ফয়সাল আহমদ (২৭), সুনামগঞ্জের তাহিরপুরের বিরেন্দ্রনগরের (বাগলী) মামুনুর রশীদ (২৫), কানাইঘাটের পূর্ব ফালজুর গ্রামের মান্নান ইয়াইয়া রাহী ওরফে ইবনে মঈন (২৪), কানাইঘাটের ফালজুর গ্রামের আবুল খায়ের রশীদ আহমদ (২৫) ও সিলেট নগরের রিকাবী বাজার এলাকার সাফিউর রহমান ফারাবী ওরফে ফারাবী সাফিউর রহমান (৩০)। অভিযুক্ত ছয়জনের মধ্যে আবুল, ফয়সাল ও হারুন পলাতক রয়েছেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নিজ বাসার সামনে চৌরাস্তায় মুখোশধারীরা অনন্তকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে।

ছামির মাহমুদ/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।