নাটোরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকচাপায় আছের উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার বিকেলে বনপাড়া-নাটোর মহাসড়কের আহম্মেদপুর এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঝলমলিয়া হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, বিকেলে বৃদ্ধ আছের উদ্দিন বনপাড়া-নাটোর মহাসড়ক পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নিহত আছের উদ্দিন জেলার গুরুদাসপুর উপজেলার আলীপুর গ্রামের মৃত বেনায়েত উল্লাহ সরদারের ছেলে।
রেজাউল করিম রেজা/আরএ/পিআর