ভান্ডারবাড়ীতে বিএনপি ও তালোড়ায় আ.লীগ প্রার্থী জয়ী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ১৫ মে ২০১৮

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আতিকুল করিম আপেল নির্বাচিত হয়েছেন।

একই দিন বগুড়ার দুপচাচিয়া উপজেলার তালোড়া পৌরসভার দ্বিতীয় মেয়াদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম বকুল বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

ধুনটে আতিকুল করিম ধানের শীষ প্রতীকে ৩ হাজার ৬৫৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী বেলাল হোসেন বাবু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৯৯ ভোট। এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম সারোয়ার নৌকা প্রতীকে ১ হাজার ১৬৬ ভোট পেয়েছেন।

বগুড়ার ধুনট উপজেলা নির্বাচন অফিসার শফিকুর রহমান আকন্দ জানান, ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়।

ওই ইউনিয়নের মোট ১৪ হাজার ৩০২ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৫২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন শ্যামল তালুকদার গত ১৯ জানুয়ারি মারা যান। তার মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় নির্বাচন কমিশন গত ১৬ এপ্রিল উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।

দুপচাঁচিয়ার তালোড়া পৌরসভার দ্বিতীয় মেয়াদের নির্বাচনে মেয়ন পদে বেসরকারিভাবে নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম বকুল নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৯০৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আব্দুল জলিল খন্দকার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৬৩৩ ভোট।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার দেওয়ান মো. সারওয়ার জাহান তালোড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আমিরুল ইসলাম বকুল বিজয়ী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

লিমন বাসার/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।