মঠবাড়িয়ায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ১৬ মে ২০১৮
ফাইল ছবি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বজ্রপাতে ইয়াসিন দর্জি (৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর ১টার দিকে উপজেলার উত্তর ভেজকী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইয়াসিন দরজি উত্তর ভেজকী গ্রামের ইউনুস দরজির ছেলে এবং স্থানীয় উত্তর ভেজকী গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র।

টিকিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জমাদ্দার জানান, বুধবার দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে ইয়াসিন বাড়ির সামনের মাঠ থেকে গরু আনতে যায়। এসময় ইয়াসিনের উপর পড়লে বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পরিবারের লোকজন মাঠ থেকে ইয়াসিনের মরদেহ উদ্ধার করে।

হাসান মামুন/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।