লক্ষ্মীপুরে ছাত্রদলের সম্পাদকসহ ৭ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬:১২ পিএম, ১৬ মে ২০১৮

লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রদলের সাধারণ সম্পাদক ফিরোজ আলমসহ ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার খাসের হাটের এক দোকান থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম পরিচয় জানা যায়নি।

জানা যায়, আদালত খালেদা জিয়ার জামিন বহাল রাখায় রায়পুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি সফল করতে ছাত্রদল নেতাকর্মীরা খাসেরহাট বাজারে জড়ো হয়। খবর পেয়ে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ঘেরাও করে থানায় খবর দেয়। পরে পুলিশে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ৭ নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।

হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না খোঁজ-খবর নেয়া হচ্ছে।

কাজল কায়েস/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।