বান্দরবানে বজ্রপাতে দুই বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৯:২১ পিএম, ১৮ মে ২০১৮
প্রতীকী ছবি

বান্দরবানে বজ্রপাতে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের তঞ্চঙ্গ্যা পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কমলা দেবী তঞ্চঙ্গ্যা (২৬) ও তার ছোট বোন সুজলা তঞ্চঙ্গ্যা (১৬)।

স্থানীয়রা জানান, বিকেলে নিজ বাড়ির উঠানে বৃষ্টির পানিতে সুজলা তঞ্চঙ্গ্যা গোসল করছিল। আর কমলা দেবী বারান্দায় বসে রান্নার জন্য তরকারি কাটছিলেন । এ সময় হঠাৎ বজ্রপাতে তাদের দুজনের মৃত্যু ঘটে। কমলা দেবী তঞ্চঙ্গ্যা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

রাজবিলা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ শাহাদাত হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে ।

সৈকত দাশ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।