নেত্রকোনায় মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০২:৪২ পিএম, ২০ মে ২০১৮

নেত্রকোনা সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ ৫০ লাখ ৬১ হাজার ৫০০ টাকা মূল্যের মাদক উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন- শহরের চকপাড়াা এলাকার মেজবাহ উদ্দিন রিগান (২৮) তার ভাই পঙ্কজ মোল্লা (২৫) উকিলপাড়া এলাকার হুমায়ুন কবির (৪৫), পশ্চিম মদনপুর গ্রামের মো. নয়ন (২৮), কাটলি এলাকার হীরা (৩৬), অনন্তপুর গ্রামের মাসুম (৪৫) ও ঠাকুরাকোণা গ্রামের চাঁন খাঁ (৪৮)। এছাড়াও বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান জানান, অভিযানে ৫০ লাখ ৬১ হাজার ৫০০ টাকা মূল্যের মাদক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে- ৫০২ গ্রাম হেরোইন, ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজা। গ্রেফতারদের প্রত্যেকের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

কামাল হোসাইন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।