সিরাজগঞ্জে জেএমবি সদস্যের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২০ মে ২০১৮

সিরাজগঞ্জে আতাউল্লাহ ওরফে বাহাদুর (৩২) নামে এক জেএমবি সদস্যকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও চার হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। রোববার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ও বিশেষ আদালতের বিচারক ফাহমিদা কাদির আসামির উপস্থিতিতে রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আতাউল্লাহ ওরফে বাহাদুর (৩২) চট্টগ্রামের ফটিকছড়ি থানার মাইজভান্ডারী আমতলী বাহাউদ্দিন চৌধুরীপাড়ার মাওলানা আবু ইউসুফের ছেলে।

সিরাজগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, আতাউল্লাহ ২০১৩ সালে তাড়াশ মাদরাসাপাড়ার দক্ষিণপাড়ার মো. জামিলুর রহমানের মেয়েকে বিয়ে করে সেখানকার একটি মসজিদের ঈমামের চাকরি নিয়ে বসবাস করছিলেন। ২০১৬ সালের ১৮ জুলাই ভোররাতে তাড়াশ উপজেলা সদরের মাদরাসাপাড়া এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে তিনি আটক হন। এ সময় তার কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। পরে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে গোয়েন্দা পুলিশ। তদন্ত শেষে সন্ত্রাসবিরোধী আইনের দুটি ধারায় তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।