সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২০
সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ফেনসিডিল, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত এ অভিযান চালায় পুলিশ। গ্রেফতারদের মধ্যে সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনী মহল্লার ইদ্রিস আলীর স্ত্রী চম্পা খাতুন, মালশাপাড়া মহল্লার বাবুর ছেলে ইমরান হোসেন, সাহেব আলীর ছেলে মিরাজ ও আশানের ছেলে রাসেলের নাম জানা গেছে।
বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, উপজেলার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে ১ মাদক বিক্রেতা ও ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ১০টি মামলায় ১৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় ১৫০ বোতল ফেনসিডিল, ২৮ গ্রাম হেরোইন ও ৯১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম