বাগেরহাটে মাদকসেবীসহ গ্রেফতার ৫৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ২২ মে ২০১৮
প্রতীকী ছবি

বাগেরহাটে বিশেষ অভিযান চালিয়ে ১৪ মাদকসেবীসহ ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ৯ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে ১৪ জন মাদক মামলার ও অন্যরা বিভিন্ন নিয়মিত মামলার আসামি।

বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে ১৪ মাদকসেবীসহ ৫৫ জন আটক করেছে পুলিশ। এদের মধ্যে মাদক মামলায় শরণখোলা উপজেলায় ৩ জন, চিতলমারিতে ২, মোল্লাহাটে ৩, বাগেরহাট সদরে ১, মোরেলগঞ্জে ১, কচুয়ায় ২, রামপাল ১ এবং মংলা ১ জন রয়েছে। তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শওকত আলী বাবু/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।