ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান ও মেম্বার গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ২২ মে ২০১৮

যশোরে মাদকবিরোধী অভিযানে মাগুরার এক ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে সকালে শহরের আরএন রোড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মাগুরার সদরের পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম ও একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার এনামুল মোল্লা।

যশোর কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এইচএম মাহমুদ জানিয়েছেন, সকালে পুলিশের বিশেষ অভিযান চলাকালে শহরের আরএন রোড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতার চেয়ারম্যানের বিরুদ্ধে মাগুরার বিভিন্ন থানায় হত্যা ও মাদকসহ ৫টি মামলা রয়েছে।

মিলন রহমান/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।