নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধসের ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ১০:০৮ পিএম, ২২ মে ২০১৮

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে পাহাড়ধসে নারীসহ তিন শ্রমিক নিহত হওয়া ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে হয়েছে। মঙ্গলবার স্থানীয় চৌকিদার সৈয়দ আলম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় তিনজনকে আসামি করা হয়েছে।

এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের মনজয়পাড়ায় ড্রেন খনন করতে গিয়ে পাহাড়ধসে মাটির নিচে চাপা পড়েন পাঁচ শ্রমিক। এ ঘটনায় নিহত হন নারীসহ তিনজন। সাত ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয় একজনকে।

নিহতরা হলেন- ভালুকিয়াপাড়ার মোহাম্মদ সুলতানের ছেলে আবু আহমেদ (৩০), শাহ আলমের ছেলে মো. জসিম (২৫) ও সোনা মেহের (৩৫)।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরোয়ার কামাল জানান, গতকালের ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতদের পরিবারকে ২৫ হাজার ও আহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সৈকত দাশ/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।