বগুড়ায় ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বগুড়া
প্রকাশিত: ১২:২০ পিএম, ২৩ মে ২০১৮
ছবি-প্রতীকী

বগুড়ার শাজাহানপুরে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। বুধবার সকাল ৯টার দিকে বগুড়া-নাটোর সড়কের উপজেলার পারতেকুর কৃষি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের মধ্যে ২ নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বগুড়া সদরের কুকরুল দক্ষিণপাড়ার আব্দুল হামিদের ছেলে আরিফুল ইসলাম সুমন (৩২) এবং নন্দিগ্রাম উপজেলার নিমগ্রাম পূর্বপাড়ার আনোয়ার হোসেনের ছেলে মোকলেছার রহমান (৫২)।

থানার এসআই মাসুদ রানা জানান, বুধবার সকাল ৯টার দিকে বগুড়া-নাটোর সড়কের উপজেলার পারতেকুর কৃষি কলেজের সামনে বগুড়াগামী মিনি ট্রাক (বগুড়া-ড-১৪-৬৩৪৯) এবং বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার (বগুড়া-ছ-১১-০৩৪৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লেগুনার যাত্রীরা গুরুতর আহত হন।

এদের মধ্যে ঘটনাস্থলে ২ জন এবং বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ৩ জন মারা যান। পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন দু’টি আটক করেছে।

লিমন বাসার/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।