সাতক্ষীরায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা : গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ২৩ মে ২০১৮

সাতক্ষীরার কালিগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আল আমিন (২৫) ও ফরিদ গাজী (৩২) নামের দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আল আমিন উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের আব্দুল আলিম কারিকরের ছেলে ও ফরিদ গাজী একই গ্রামের আব্দুল গাজীর ছেলে।

কালিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক সোহরাব হোসেন জাগো নিউজকে জানান, ধলবাড়িয়া ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী গত সোমবার সকাল ৭টার দিকে বাড়ির পাশের মাঠে ছাগল আনতে যায়।

এ সময় আল আমিন ও ফরিদ একা পেয়ে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে ওই ছাত্রীর বাবা থানায় মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।