হাসপাতালে মরদেহ ফেলে পালালো স্বজনরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০২:১৫ পিএম, ২৪ মে ২০১৮
ছবি-প্রতীকী

মারা গেছে শুনেই হাসপাতালে মরদেহ ফেলে পালিয়েছে স্বজনরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে কয়েকজন ব্যক্তি সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের আমতলা গ্রামের মৃত অজিহার মোড়লের ছেলে ইউসুফ মোড়লকে (৫০) অচেতন অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃৃত ঘোষণা করলে সঙ্গে থাকা ব্যক্তিরা হাসপাতাল থেকে পালিয়ে যায়।

আমতলা গ্রামের স্থানীয়রা জানান, ইউসুফ মোড়লের ২ মেয়ে। প্রথম মেয়ের বিয়ে হয়ে গেছে। দ্বিতীয় মেয়ে নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন ইউসুফ মোড়ল। প্রায়ই দ্বিতীয় মেয়ের বিয়ে নিয়ে বাকবিতণ্ডা হতো স্ত্রীর সঙ্গে। বুধবার সন্ধ্যায় পারিবারিক কলহের কারণে ওষুধ খেয়ে বাড়ির পাশে বসেছিলেন তিনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় পথিমধ্যেই তিনি মারা যান।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ শরীফুল আলম বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আকরামুল ইসলাম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।