বাগেরহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৮:০১ পিএম, ২৫ মে ২০১৮

বাগেরহাটের মোরেলগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে মোরেলগঞ্জ পৌরসভার কলেজ রোডের আদর্শপাড়া এলাকার শেখ নাসির উদ্দিন সঞ্জুর বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই এলাকার শেখ নাসির উদ্দিন সঞ্জুর ছেলে রাহাত শেখ (৩) ও আব্দুস সালামের মেয়ে মরিয়ম খাতুন (২ বছর ৬ মাস)।

শেখ নাসির উদ্দিন সঞ্জু বলেন, রাহাত ও মরিয়ম পুকুর পাড়ে বসে খেলছিল। কিছুক্ষণ পর ওদের দেখতে না পেয়ে আমরা খুঁজতে থাকি। অনেক খোঁজাখুজির পর কোথাও তাদের না পেয়ে পুকুরে পড়েছে ধারণা করে সবাই পুকুরে নেমে মৃত অবস্থায় তাদের উদ্ধার করি।

মোরেলগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।