সন্ধান মেলেনি তিস্তায় ভেসে যাওয়া মোহনার
নীলফামারীর ডিমলায় টেপাখড়িবাড়ি এলাকায় তিস্তা নদীতে ভেসে যাওয়া চতুর্থ শ্রেণির ছাত্রী মোহনা আক্তারের (৯) তিনদিনেও খোঁজ মেলেনি। শুক্রবার বিকাল পর্যন্ত তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে রংপুর হতে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ফিরে গেছে। শনিবার বিভিন্ন এলাকায় খোঁজ করেও দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়ানি পরিবার। এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মোহনা খেলার ছলে নদীতে নামতে গিয়ে স্রোতে ভেসে যায়।
এ বিষয়ে টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন বলেন, মোহনা আমার ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ি গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে। সে পার্শ্ববর্তী খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহলপাড়া গ্রামে তার নানা রহিদুল ইসলামের বাড়িতে থেকে ব্রাক স্কুল পড়তো। সে চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। বৃহস্পতিবার সকালে মোহনা নিজ বাড়িতে বেড়াতে আসে।
এ দিকে মোহনাকে হারিয়ে তার বাবা মনোয়ার হোসেন ও মা তাসমিরা বেগম বারবার মুর্ছা যাচ্ছে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাড়ির পাশে তিস্তা নদীতে খেলতে নেমে নদীর স্রোতে ভেসে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধারে পরিবারের লোকজনসহ স্থানীয় মাঝিরা নৌকা দিয়ে তল্লাশী চালায়। কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিস হতে দুজন ডুবুরী এসে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত অনেক চেষ্টা করেও মোহনাকে উদ্ধার করতে পারেনি।
জাহেদুল ইসলাম/আরএ/জেআইএম