শায়েস্তাগঞ্জে প্রাণ-আরএফএল গ্রুপের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৪:০১ এএম, ৩১ মে ২০১৮

হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জের অলিপুরে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ অ্যাডভোকেট মো. আবু জাহির।

বুধবার (৩০ মে) প্রাণ গ্রুপের পরিচালক ইলিয়াছ মৃধার সভাপতিত্বে ও পার্কের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ এহসানুল হাবিব জয়ের পরিচালনায় ইফতার মাহফিলে হাজারও মানুষ অংশগ্রহণ করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন পার্কের মহাব্যবস্থাপক হাসান মো. মঞ্জুরুল হক।

ইফতারপূর্ব আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সফিউল আলম, আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, নূরপুর ইউনিয়নের চেয়ারম্যান মখলিছুর রহমান, ব্রাহ্মণডোরা ইউনিয়নের চেয়ারম্যান হোসাইন আদিল জজ মিয়া, শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি মো. সাইদুর রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কদ্দুুছ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির বলেন, হবিগঞ্জের মাটির নিচে রয়েছে গ্যাস। যোগাযোগের উন্নত মাধ্যম তৈরি হয়েছে। রয়েছে প্রচুর শ্রমিক। এসব কাজে লাগিয়ে হবিগঞ্জে একের পর এক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠছে।

তিনি বলেন, প্রাণ-আরএফএল গ্রুপ শায়েস্তাগঞ্জের অলিপুরে জমি কিনে বিশাল কারখানা গড়ে মানসম্মত পণ্য উৎপাদন করছে। পণ্য উৎপাদন কাজে নিয়োজিত হয়ে হাজার হাজার বেকার লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এখানে নিরাপত্তার প্রয়োজন রয়েছে। তাই অচিরেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে অলিপুরে পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা করা হবে।

কামরুজ্জামান আল রিয়াদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।