তিস্তায় ভেসে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১১:১৩ এএম, ৩১ মে ২০১৮
ছবি-প্রতীকী

নীলফামারীর ডিমলার টেপাখড়িবাড়ি এলাকায় তিস্তা নদীতে ভেসে যাওয়া চতুর্থ শ্রেণির ছাত্রী মোহনা আক্তারের মরদেহ ৭ দিন পর উদ্ধার হয়েছে।

বুধবার বিকেলে তিস্তা ব্যারেজে তার মরদেহ আটকে থাকতে দেখা যায়। রাত ৮টার দিকে পানি উন্নয়ন বোর্ড ও তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষের সহায়তায় মোহনার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সেখানে শত শত মানুষের ভিড় জমে। মোহনা ওই গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে।

টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন জানান, মোহনা গত বৃহস্পতিবার (২৪ মে) নদীতে নামতে গিয়ে স্রোতে ভেসে যায়। ফায়ার সার্ভিসকে জানালে রংপুর থেকে আসা ডুবুরি দল মোহনাকে তিস্তা নদীতে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। তবে মেয়েকে উদ্ধারে হাল ছাড়েননি তার বাবা। প্রতিদিন তিস্তা নদীর বিভিন্ন স্থানে নৌকা চালিয়ে জাল ফেলে মেয়েকে উদ্ধারের চেষ্টা করতে থাকেন তিনি।

জাহেদুল ইসলাম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।