শেরপুরে ৭৩ ভিক্ষুককে পুনর্বাসনে সহায়তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ৩১ মে ২০১৮

ভিক্ষুকমুক্ত শেরপুর গড়ার প্রত্যয়ে ৭৩ জন ভিক্ষুককে পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ চত্বরে ৭৩ জন ভিক্ষুককে হাঁস-মুরগি, ছাগল ও ক্ষুদ্র ব্যবসার উপকরণ প্রদান করা হয়। পুনর্বাসন উপকরণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা আক্তার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েযীদ হাছান, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, কামারেরচর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, রৌহা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম মিজু, লছমনপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগামী ডিসেম্বরের মধ্যেই শেরপুর সদর উপজেলাকে ভিক্ষুকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করা হয়।

হাকিম বাবুল/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।