ফরিদপুরে মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০১:৩৯ পিএম, ০৪ জুন ২০১৮

ফরিদপুর সদর উপজেলার বাইপাস সড়কের আলালপুর এলাকায় রাস্তার পাশ থেকে আজাদ খাঁ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

আজাদের বাড়ি পৌরসভার দক্ষিণ টেপাখোলা এলাকায়। তার নামে ৪টি মাদকসহ ৭টি মামলা রয়েছে বলে জানিয়েছেন কোতয়ালি থানার ওসি এএফএম নাসিম।

স্থানীয়রা জানান, সোমবার সকালে গ্রামের লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় মরদেহটি দেখে পুলিশে খবর দিলে পুলিশ সেটি উদ্ধার করে।

নিহতের জামাতা আব্দুর রাজ্জাক বলেন, ‘গত তিনদিন যাবৎ নিখোঁজ ছিলেন আজাদ খাঁ। তাকে খুঁজে না পেয়ে থানায় জিডি করতে গিয়েছিলাম। সোমবার সকালে বিভিন্ন লোকের কাছে শুনে এখানে এসে দেখি তার মরদেহ পড়ে আছে।’

কোতয়ালি থানার ওসি জানান, নিহতের মাথায় গুলির চিহ্ন রয়েছে বলে জানতে পেরেছি। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।