পুলিশের মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির ৪৯ নেতাকর্মী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ০৬ জুন ২০১৮

৫ জানুয়ারি ‘গণতন্ত্র রক্ষা দিবসে’ আয়োজিত সমাবেশে হামলার অভিযোগে পুলিশের দায়েরকৃত মামলা থেকে বান্দরবানে ২০ দলীয় জোটের ৪৯ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে পুলিশের মামলা থেকে বিএনপি নেতাকর্মীদের অব্যাহতির এ আদেশ দেন বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

অব্যাহতি পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণি, বিএনপি নেতা অ্যাডভোকেট কাজী মহতুল হোসেন যত্ন, মুজিবুর রশিদ, পৌর বিএনপির সভাপতি নাছির চৌধুরী, স্বেচ্ছাসেবক দল সভাপতি জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হক লিটন, যুবদল নেতা আবু বক্কর, আলাউদ্দিন আলো, ছাত্রদল নেতা হাবিবুর রহমান ভুইয়া ও জেলা জামায়াতের আমির এসএম আবদুস সালাম আজাদসহ ৪৯ জন নেতাকর্মী।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি বান্দরবান বাজার পৌর শপিং কমপ্লেক্সের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা গণতন্ত্র রক্ষা দিবস পালনে সমাবেশ করছিলেন।

সমাবেশে হামলার অভিযোগে বান্দরবান সদর থানায় তৎকালীন এসআই প্রবীর চন্দ্র সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় বিএনপির ৪৯ নেতাকর্মীকে আসামি করা হয়। আজ তাদের অব্যাহতি দেন আদালত।

সৈকত দাশ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।