টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শরিফ (১৯) ও সাগর (১৫) নামে দুজন নিহত হয়েছেন। নিহতরা সর্ম্পকে চাচা-ভাতিজা বলে জানা গেছে। শনিবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সদর উপজেলার ভাতকুড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট আজিজুর রহিম তালুকদার জানান, শনিবার রাতে ভাতকুড়া এলাকায় ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি বাইসাইকেলকে চাপা দেয়। এতে সাইকেলে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। তারা সদর উপজেলার তেতুলিয়া গ্রামের বাসিন্দা। পেশায় রাজমিস্ত্রী।
জেডএ