মেহেরপুরে ৪ ঘণ্টা পর ধর্মঘট প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১১ জুন ২০১৮

মেহেরপুরে শ্রমিক মারধরের প্রতিবাদে ৪ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে মটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা। সোমবার বিকেল সাড়ে ৪টায় শহরের বাসস্ট্যান্ড, পাসপোর্ট অফিসের সামনে ও ওয়াবদার মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে তারা।

এসময় মেহেরপুর-কুষ্টিয়া ও মেহেরপুর-চুয়াডাঙ্গা ও মেহেরপুর-মুজিবনগর সড়কে আন্ত ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যায় জেলা প্রশাসকের সুষ্ঠু তদন্তের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

মেহেরপুর মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বাস চালক সাহারুল ও সাইদের ছেলে মামুন পাসপোর্ট অফিসে পাসপোর্ট নিতে যায়। এসময় সেখানে কর্মরত এক পুলিশ সদস্যের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে সেখানে সে নিজে পৌঁছালে ওই পুলিশ সদস্যের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এ ঘটনায় আহত হয় বাস চালক সাহারুল। পরে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ সময় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে শহরের বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় প্রায় ৪ ঘণ্ট বাস চলাচল বন্ধ থাকে।

পরে জেলা প্রশাসক আনোয়ার হোসেন সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

আসিফ ইকবাল/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।