‘মেয়েরাও আজ খেলাধুলায় এগিয়ে যাচ্ছে’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর বীরেন শিকদার জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারনে ছেলেদের পাশাপাশি মেয়েরাও আজ খেলাধুলায় এগিয়ে যাচ্ছে এবং দেশের ভাবমূর্তি বহিবিশ্বে উজ্জল করতে সমর্থ হচ্ছে।
বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাগুরার ৪৮ জন দুস্থ ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠনের মধ্যে, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের বরাদ্দকৃত ৭ লাখ ২০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ক্রীড়ামোদি। তার সরকার আমলে দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে ১৩১টি স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি কাজও দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।
এ সময় প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পনের হাজার টাকার অনুদানের চেক দেয়া হয়।
চেক প্রদান অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিসহ জেলার খেলোয়াড়রা।
মো. আরাফাত হোসেন/আরএ/পিআর