ঈদের দিন নৌবিহারে গিয়ে প্রাণ গেল দুই তরুণের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৯:১৩ এএম, ১৭ জুন ২০১৮
ছবি-ফাইল

মাগুরায় ঈদের দিন নৌবিহার ভ্রমণে গিয়ে পানিতে পড়ে দুই তরুণের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে জেলার মধুমতি নদীতে চর সেলামতপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহম্মদপুর উপজেলার দাতিয়াদহ গ্রামের দাতিয়াদহ গ্রামের কবির বিশ্বাসের ছেলে শরিফুল ইসলাম সুমন (১৮) ও মিন্টু মিয়ার ছেলে আলি আকবর রমজান (১৭)।

পুলিশ জানায়, শনিবার বিকেলে কয়েকজন তরুণ মধুমতি নদীতে নৌবিহারে বের হয়। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ ঝড় বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত শুরু হয়। এ সময় ভীত-সন্ত্রস্ত হয়ে তারা চর সেলামতপুর ঘাট এলাকায় নদীতে ঝাঁপ দেয়। কিছুক্ষণের মধ্যে সুমন ও রমজান ছাড়া বাকিরা সাঁতরে কূলে ফিরে আসে। এদিকে খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে।

মহম্মদপুর উপজেলার বাবুখালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর জানান, মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।