চাঁপাইনবাবগঞ্জে জেএমবির ৩ সক্রিয় সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০১:০১ পিএম, ১৯ জুন ২০১৮

চাঁপাইনবাবগঞ্জে জিহাদি বইসহ জেএমবির তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে আলাদা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মো. রহমত আলী, মো. জাহাঙ্গীর আলম ও মো. মোয়াজ্জেম হোসেন।

র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য রহমত আলীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানাধীন চাকলা এলাকা থেকে অভিযান চালিয়ে তার সহযোগী জেএমবির সক্রিয় সদস্য জাহাঙ্গীর ও মোয়াজ্জেমকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকদের কাছ থেকে জিহাদি বই, পাসপোর্ট, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়েছে। বর্তমানে তাদের র‌্যাব-৫ এর রাজশাহী সদর দফতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।