নাটোরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২৪ জুন ২০১৮

বিদ্যালয়ে যাওয়ার রাস্তা ও বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা নিরসনের দাবিতে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

রোববার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরের হাফরাস্তা এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ তারা। এ সময় মহাসড়কে অবরোধ স্থানের দুইপাশে যানজট লেগে যায়।

jagonews24

বিক্ষোভরত শিক্ষার্থী স্টুডেন্টস কেবিনেটের সভাপতি কাওসার আহম্মেদসহ শিক্ষার্থীদের অভিযোগ, পানি নিষ্কাসনের কোনো পথ না থাকায় সামান্য বৃষ্টিতেই মহাসড়ক থেকে তাদের বিদ্যালয়ে যাবার রাস্তায় এবং বিদ্যালয়ের মাঠে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি করে। এতে করে শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হয়। এ বিষয়ে বারবার কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো প্রতিকার তারা পায়নি। বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছে। তারা দ্রুত এ সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে নাটোর পৌরসভার মেয়র উমা চেীধুরী জলি জানান, হাইরোডে নতুন ড্রেণ নির্মাণের ফলে পানি নিষ্কাসনের পথ বন্ধ হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। নতুন করে ড্রেন কেটে অস্থায়ীভাবে পানি নিষ্কাসনের ব্যবস্থা নেয়া হবে। পরবর্তীতে স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হবে।

jagonews24

জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, বিষয়টি জানা পর তিনি মেয়র মহোদয়ের সঙ্গে কথা বলেছেন। তবে হাইরোডে নতুন ড্রেন নির্মাণের ফলে সৃষ্ট এ সমস্যা নিরসনে অস্থায়ীভাবে ড্রেন কেটে জল নিষ্কাসনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি।

রেজাউল করিম রেজা/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।