দলিল লেখক সমিতির সভাপতির চেম্বারে ইয়াবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২৫ জুন ২০১৮

নাটোরে দলিল লেখক সমিতির সভাপতি হেলাল জেয়ারদারের চেম্বার থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

এদিকে, সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান চৌধুরী গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান।

একই সঙ্গে দলিল লেকক সমিতির সভাপতি হেলাল জোয়ারদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে হেলাল জোয়ারদার পলাতক রয়েছেন।

র‌্যাব জানায়, গতকাল রাত সাড়ে ৮টা থেকে ১২টা পর্যন্ত নাটোর সদর উপজেলার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালায় র‌্যাব-৫ এর একটি দল। এ সময় মাদক বিক্রি ও প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে ১৬ জনকে গ্রেফতার এবং মাদকদ্রব্য ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন বিচারক।

পাশাপাশি দলিল লেখক সমিতির সভাপতি হেলাল জোয়ারদারের কান্দিভিটুয়া কার্যালয়ে ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরীর উপস্থিতিতে অভিযান চালায় র‌্যাব। এ সময় হেলাল জোয়ারদারের চেম্বার থেকে মাদক বিক্রির নগদ ৯৩ হাজার টাকা, ১৮ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, ২৫০ গ্রাম গাঁজা, ফেনসিডিলের ৫৭টি খালী বোতল এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ বিষয়ে নাটোর থানা পুলিশের ওসি মশিউর রহমান জানান, হেলাল জোয়ারদারের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রেজাউল করিম রেজা/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।