শ্রীমঙ্গলে শেষ হলো চায়ের দ্বিতীয় নিলাম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের দ্বিতীয় নিলাম শেষ হয়েছে। সোমবার চায়ের শ্রীমঙ্গলের দ্বিতীয় নিলাম কেন্দ্রে এ নিলাম অনুষ্ঠিত হয়।
এই নিলামে ১২ লাখ ৮৮ হাজার ৬৫০ কেজি চা তোলা হয়। এর মধ্যে ১২ লাখ কেজি চা বিক্রি হয়েছে। সর্বোচ্চ ৩০০ টাকা ও সর্বনিম্ন ১৮০ টাকা দামে এসব চা বিক্রি হয়।
গড় দাম ২৮০ টাকা। টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহযোগিতায় এবং টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালনায় শ্রীমঙ্গলে অনুষ্ঠিত নিলাম কার্যক্রম সকাল সাড়ে ৮টায় শুরু হয়।
এই নিলামে ন্যাশনাল ব্রোকার্স হাউজ, ইউনাইটেড ব্রোকার্স হাউজ, পূর্ববাংলা ব্রোকার্স হাউজ, কেএস বোকার্স হাউজ, পজেটিভ ব্রোকার্স হাউস, প্লান্টার্স ব্রোকার্স হাউস, প্রডিউস ব্রোকার্স হাউস অংশগ্রহণ করে। উৎপাদনকারী প্রতিষ্ঠান এম এম ইস্পাহানি, আবুল খায়ের গ্রুপ, ম্যাগনোলিয়া টি, এইচআরসিটি, লিভার ব্রাদার্স ফ্রেস টিসহ দেশের বড় বড় প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক বায়ার এতে অংশগ্রহণ করে।
গত ১৪ মে শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে প্রথম চা নিলাম কার্যক্রম শুরু হয়। ওই সময় ৫ লাখ ৫৭ হাজার কেজি চায়ের সবগুলো বিক্রি হয়।
টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য সচিব জহর তরফদার জাগো নিউজকে বলেন, দ্বিতীয় নিলামে আশানুরূপ চা বিক্রি হয়েছে।
রিপন দে/এএম/আরআইপি