নারী নির্যাতন মামলায় পুলিশের এএসআই কারাগারে
মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এসএসআই) আবু তাহেরকে (৩২) নারী নির্যাতন মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে জামিন আবেদন করলে বিচারক বেগম শামীমা আফরোজ জামিন নামঞ্জুর করে আবু তাহেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আবু তাহের নরসিংদী জেলার শিবপুর থানার চাইলতাকান্দি গ্রামের সাদ্দেক ভুইয়ার ছেলে। তিনি সর্বশেষ মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে নাছিমা আক্তার গত বছরের ৩১ জানুয়ারি রাজনগর থানার এএসআই আবু তাহেরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
মামলাটি আমলে নিয়ে গত বছরের ৮ নভেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর থেকে এএসআই আবু তাহের পলাতক ছিলেন।
মঙ্গলবার দুপুরে আদালতে উপস্থিত হয়ে আবু তাহের জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী মাসুক মিয়া বলেন, এই মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করার পর দীর্ঘদিন পলাতক ছিলেন আবু তাহের। আজ জামিন আবেদন করলে আমরা যুক্তিতর্ক উপস্থাপন করি। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
রাজনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক জাগো নিউজকে বলেন, মঙ্গলবার আবু তাহের আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রিপন দে/এএম/পিআর