সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৫৯

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৭ জুন ২০১৮
ছবি-প্রতীকী

সাতক্ষীরায় ৯ মাদক ব্যবসায়ীসহ ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পযর্ন্ত জেলার ৮টি থানার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে সাতক্ষীরা সদর থানার ১২ জন, কলারোয়া থানার ৯ জন, তালা থানার চারজন, কালিগঞ্জ থানার আটজন,শ্যামনগর থানার ১২ জন, আশাশুনি থানার ৯ জন, দেবহাটা থানার তিনজন ও পাটকেলঘাটা থানার দুইজন রয়েছেন।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক আজম খান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আকরামুল ইসলাম/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।