পাঁচবিবি সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ০৪ জুলাই ২০১৮

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে সহাবস্থান, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখার লক্ষ্যে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফয়ের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলার এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রাশেদ মো. আনিসুল হক, পত্নীতলা-১৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল খিজির খানসহ বিভিন্ন স্তরের বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে বিএসএফ’র ১৮৩ ব্যাটালিয়নের অধিনায়ক কমাডেন্ট মাসুদ মোহাম্মদ, অতিরিক্ত পরিচালক শ্রী প্রকাশ চন্দ্র রায়, চকগোপালপুর বিএসএফ ক্যাম্প কমান্ডার শ্রী জেসমির সিং, মাথুরাপুর ক্যাম্প কমান্ডার শ্রী এসি কিশোর খুড়মসহ বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাশেদুজ্জামান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।