প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ০৭ জুলাই ২০১৮

মৌলভীবাজারে প্রাইভেটকার ও সিএনজির সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার মনুরমুখ ইউনিয়নের নাদামপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার খালিশপুর এলাকার সাইফ আহমদ (১২), শেরপুর এলাকার শাজনা বেগম (২৮), নাহিদ মিয়া (২৬), করিমপুর এলাকার শাহাদাৎ তালুকদার (২০) ও তাজপুর এলাকার লায়েছ মিয়া (৩০)। অপরজনের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে শেরপুর থেকে আসা যাত্রীবাহী সিএনজি সদর উপজেলার মনুরমুখ ইউনিয়নের নাদামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়। এ সময় তিনজন গুরুতর আহত হয়।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক সেলিম আহমদ জাগো নিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পলাশ রায় জাগো নিউজকে বলেন, ছয়জনের মরদেহ হাসপাতালে এসেছে। গুরুতর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। অপরজনের পরিচয় জানার চেষ্টা চলছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

রিপন দে/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।