বেলকুচিতে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফাইল ছবি
সিরাজগঞ্জের বেলকুচিতে ওয়াপদার খাদে বন্যার পানিতে ডুবে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া গরুর হাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম (৬) ওই গ্রামের আব্দুল সালামের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, বিকেলে অন্য ছেলেদের সঙ্গে বন্যার পানিতে গোসল করতে নিখোঁজ হয় সিয়াম। পরে সন্ধ্যার দিকে পানিতে ভেসে ওঠে সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এফএ/এমএস