দুমকীতে ৭০০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০১:১৩ পিএম, ০৮ জুলাই ২০১৮

পটুয়াখালীর দুমকীতে ৭০০ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ মো. সাইফুল ইসলাম রাসেল (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮।

রোববার ভোর ৬টায় উপজেলার পাগলার মোড় এলাকা থেকে রাসেলকে আটক করা হয়। রাসেল শহরের চানমারী এলাকার মো. হুমায়ন কবীরের ছেলে।

র‌্যাব-৮ ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো.হাছান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০০ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ রাসেলকে (৩৩) আটক করা হয়। এ বিষয়ে দুমকী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।