১৫ বছর পর পরিবার ফিরে পেলেন আবুল খায়ের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৮ জুলাই ২০১৮

১৫ বছর পর আবুল খায়েরকে ফিরে পেয়েছেন তার পরিবার। রোববার সকালে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকায় ছেলে, ভাই ও নাতির সঙ্গে দেখা হওয়ার পর আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আনন্দে কেঁদে ফেলেন সকলেই।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, আবুল খায়ের চাঁদপুর জেলার মতলব থানার পাঁচকিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন। ১৫ বছর আগে বাজারে চা পান করার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর খোঁজ মেলেনি।

দীর্ঘদিন সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা আশা ছেড়ে দিয়েছিলেন। তিন মাস আগে আবুল খায়ের পাটকেলঘাটার ত্রিশমাইল এলাকায় এসে থাকতে শুরু করেন। এরমধ্যেই তিনি স্বাভাবিক চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলেন। স্থানীয় চা বিক্রেতা নুর ইসলাম আবুল খায়েরের ঠিকানা বের করে গণমাধ্যম কর্মীদের কাছে সরবরাহ করার পর পরিবারের সদস্যরা খুঁজে পেয়েছে আবুল খায়েরকে।

আবুল খায়েরের ছেলে শাহাজাহান বলেন, বাবা মানুসিক ভারসাম্যহীন। ২০০৩ সালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর থেকে নিখোঁজ ছিলেন।

সন্ধান পাওয়ার পর আবুল খায়েরকে নিতে এসেছিলেন ছেলে শাহাজাহান, ভাই শাহ আলম ও নাতি ফারুক হোসেন।

আকরামুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।