নওগাঁয় ট্রাক উল্টে হেলপার নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৮:২৬ এএম, ১০ জুলাই ২০১৮

নওগাঁয় মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে গৌতম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক সাইদুল ইসলামসহ দুইজন আহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার বাইপাস খলিশাকুড়ি গ্রামের নওগাঁ-বগুড়া মহাসড়কে শাফিন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৌতম মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামের বাসিন্দা। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকটির হেলপার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মান্দা উপজেলার ফেরিঘাট থেকে ট্রাকটি মাছ ও আম নিয়ে ঢাকার গাবতলীর উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে খলিশাকুড়ি গ্রামের শাফিন ফিলিং স্টেশনের সামনে এসে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরকে বাঁচাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই হেলপার গৌতম নিহত হন। এ সময় ট্রাকটির চালক সাইদুল ইসলামসহ দুইজন আহত হন। তবে অপরজনের নাম জানা যায়নি। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে জানান বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।

আব্বাস আলী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।