গাইবান্ধায় বাড়ছে করতোয়ার পানি
গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদসহ ঘাঘট ও তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। তবে বাড়ছে পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলা দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর পানি। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এই নদীর পানি ৬ সেন্টিমিটার বেড়েছে। এখনও ডুবে আছে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের পথ-ঘাট ও ফসলি জমি।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৬টায় ব্রহ্মপুত্র নদের পানি পুরাতন ফুলছড়ি ঘাট পয়েন্টে ২৪ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে ৭৪ সেন্টিমিটার, তিস্তা নদীর পানি সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন গোয়ালের ঘাট পয়েন্টে বিপদসীমার ১৯৭ সেন্টিমিটার ও করতোয়া নদীর পানি গোবিন্দগঞ্জের কাটাখালী সেতু পয়েন্টে ১৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ৭ সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি ৫ সেন্টিমিটার কমেছে। শুধু করতোয়া নদীর পানি বেড়েছে ৬ সেন্টিমিটার।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, এখন আর বন্যার কোনো আভাস নেই। করতোয়া নদীর পানি সামান্য বাড়লেও অন্যান্য নদ-নদীর পানি কমতে শুরু করেছে। আশা করি করতোয়া নদীর পানিও খুব তাড়াতাড়ি কমতে শুরু করবে।
রওশন আলম পাপুল/আরএআর/জেআইএম