নির্বাচনে অংশগ্রহণ ছাড়া অস্তিত্ব টিকিয়ে রাখা যায় না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:২২ পিএম, ১৫ জুলাই ২০১৮

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ ছাড়া একটি রাজনৈতিক দলের অস্তিত্ব টিকিয়ে রাখা যায় না। রাজনৈতিক কর্মসূচির নামে যারা জ্বালাও পোড়াও করে তাদেরকে জনগণ ভোট দেবে না।

তিনি বলেন, বিএনপি নির্বাচনের জন্য যদি দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার কথা বলে থাকে তাহলে তা হবে বিএনপির জন্য মঙ্গলজনক। নির্বাচনে অংশগ্রহণ ছাড়া বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখার কোনো বিকল্প নেই।

রোববার দুপুরে সিরাজগঞ্জে পরিবার-পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গাজীপুর ও খুলনা সিটির নির্বাচনের কথা উল্লেখ করে ১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, উন্নয়নের স্বার্থেই সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি নির্বাচনে সেখানকার মানুষ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেবে। কারণ এর আগে যারা মেয়র নির্বাচিত হয়েছিলেন তারা জনগণের কোনো উন্নয়ন করতে পারেননি। তিন সিটি নির্বাচনে অতীতের মতোই ১৪ দলের ভূমিকা থাকবে এবং ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়ের জন্য কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শহরের মুজিব সড়কে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা পরিবার-পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজী ম.ম আমজাদ হোসেন মিলন এমপি, পরিবার পরিকল্পনা বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন কাজী শামীম হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন হাবিব ও ডা. মনোয়ারুল ইসলাম।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।