চেক জালিয়াতি মামলায় সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ১৮ জুলাই ২০১৮
ফাইল ছবি

কুষ্টিয়ায় চেক জালিয়াতির মামলায় সাবেক পৌর মেয়র সাইফুল হক খান ফারুক চৌধুরীকে (৬০) ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আসাদুল্লাহ এ রায় দেন।

আদালত সূত্র জানায়, মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়নের কাদেরপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে সিরাজুল ইসলামের দায়ের করা ১৩ লাখ ৭০ হাজার টাকার চেক প্রতারণার মামলায় শুনানী শেষে বিচারক আসামির অনুপস্থিতিতে এই কারাদণ্ডাদেশ দেন। ফারুক চৌধুরী মিরপুর উপজেলার হরিতলা গ্রামের মৃত সিরাজুল হক খান চৌধুরীর ছেলে।

দণ্ডপ্রাপ্ত ফারুক চৌধুরী মিরপুর পৌরসভার দুই মেয়াদে নির্বাচিত সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। ১৯৯৯ সালে মিরপুর পৌরসভা ঘোষণা করা হলে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন পরবর্তীতে ২০০৪ সালে পৌরসভার মেয়র নির্বাচনে অংশ গ্রহণ আবারও তিনি মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা হলে তাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়। এরপর তার মেয়াদ পর্যন্ত প্যানেল চেয়ারম্যান তার দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মানবেতর জীবন যাপন করছেন।

আল-মামুন সাগর/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।