লরির ধাক্কায় সড়ক থেকে ছিটকে পুকুরে পড়ল বাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ১৯ জুলাই ২০১৮

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তেলবাহী লরির ধাক্কায় যাত্রীবাহী বাস পুকুরে পড়ে এক অজ্ঞাত (৫৫) ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের সমেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

sirajgonj-Bus-1

তিনি জানান, বেলকুচি থেকে কড্ডার মোড়গামী তেলবাহী লরি বেলকুচি আঞ্চলিক সড়কের সমেশপুর এলাকায় পৌঁছলে একটি চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় এনায়েতপুরগামী যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে বাসটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিরাজগঞ্জ ও বেলকুচি ইউনিট এবং থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ২১ জনকে আহত অবস্থায় উদ্ধার করে বেলকুচি ও সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করে।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহমদ বলেন, আহতদের মধ্যে অজ্ঞাত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্যদের চিকিৎসা চলছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।