বাসের ধাক্কায় গ্রামীণফোনের কর্মী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:২৩ এএম, ২৪ জুলাই ২০১৮
ছবি-প্রতীকী

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় আব্দুল্লাহ আল মামুন (২৮) নামে গ্রামীণফোনের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে পৌর এলাকার কোর্ট মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন শহরের মাছুমপুর মহল্লার সাইদুল ইসলামের ছেলে। তিনি গ্রামীণফোন ডিস্ট্রিবিউটর সুপার ভাইজার হিসেবে কর্মরত ছিলেন। আহত শফিকুল ইসলাম (৪২) একই মহল্লার মৃত ফজলার রহমানের ছেলে ও নিহত মামুনের শ্বশুর।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মোকাররম হোসেন জানান, মামুন ও তার শ্বশুর শফিকুল হেঁটে নিউ মার্কেট থেকে বাসার দিকে যাচ্ছিলেন। এ সময় এসআই পরিবহনের একটি বাস সাইটবক্সের ডালা খোলা অবস্থায় কাউন্টার থেকে এম এ মতিন বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। বাসটি ঘটনাস্থলে পৌঁছলে সাইটবক্সের খোলা ডালার সঙ্গে ধাক্কা লেগে মামুন ও শফিকুল আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ১০টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে মামুন মারা যান। আহত শফিকুলকে সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।