আনোয়ারার সফল অস্ত্রোপচার
অসুস্থ আনোয়ারা বেগমের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে এ অস্ত্রোপচার।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক শরিফুল ইসলাম ও খুলনা মেডিকেলের ক্যান্সার বিভাগের সহযোগী অধ্যাপক চিকিৎসক মনোয়ার হোসেন এ অপারেশনে অংশ নেন।
অপারেশন শেষে চিকিৎসক শরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, জটিল ও কঠিন এমন অপারেশন এর আগে সাতক্ষীরা সদর হাসপাতালে হয়নি। এজন্য বাইরের সার্জনকে সঙ্গে নেয়া হয়েছিল। সময় লেগেছে প্রায় ৫ ঘণ্টা। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। অপারেশন সফলভাবে সম্পন্ন হলেও এখনও রোগীকে শঙ্কামুক্ত বলা যাবে না। রোগীর অবস্থা আগে থেকেই খুব বেশি ভালো ছিল না।

উল্লেখ্য, টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে গিয়েছিল আনোয়ারা বেগমের। তিনি সাতক্ষীরার তালা সদরের বাসিন্দা। স্বামী আক্কাজ আলী শেখ পেশায় কাঠমিস্ত্রি। স্ত্রীর চিকিৎসার জন্য তিনি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছিলেন।
ঘটনাটি নিয়ে গত ১৪ জুলাই ‘স্ত্রীকে বাঁচাতে পথে পথে ঘুরছেন স্বামী’ শিরোনামে জাগো নিউজে সংবাদ প্রকাশ হয়। ঘটনাটি দৃষ্টিতে আসার পর আনোয়ারার চিকিৎসার খরচের দায়িত্ব নেন সাতক্ষীরার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান।
আকরামুল ইসলাম/এএম/এমএস