নীলফামারীতে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৯:২০ পিএম, ২৬ জুলাই ২০১৮

নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়নের বড়রাউতা বাবুপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ১৬টি পরিবারের অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত আড়াই ঘণ্টাব্যাপী অগ্নিকাণ্ডে এসব ঘর পুড়ে প্রায় দেড় কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

ডোমার সদর ইউপির চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু বলেন, বিকেলে রাম প্রসাদের ঘরে বিদ্যুতের শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের ১৬টি পরিবারের অর্ধশতাধিক ঘর, আসবাবপত্র, ধান, চাল, আলু, বাদাম, নগদ টাকা, স্বর্ণালঙ্কার, একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে তাৎক্ষণিক নগদ তিন হাজার করে টাকা ও কম্বল বিতরণ করা হয়েছে। আগামী রোববার ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ করা হবে।

জাহেদুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।