‘পড়তে এসেছি, মরতে নয়’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০১ আগস্ট ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে এবার রাস্তায় নেমেছেন চট্টগ্রাম নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা রাজধানীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত দুই শিক্ষার্থী হত্যার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন।

বুধবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে নগরের কাজীরদেউড়ি থেকে শুরু হয়ে শিক্ষার্থীদের মিছিল জামালখান, গণি বেকারি মোড়, গুলজার মোড় হয়ে প্রেস ক্লাব চত্বরে এক সমাবেশে শেষ হয়।

মিছিল ও সমাবেশে অংশ নেন চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ, সরকারি সিটি কলেজে, দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ, বেপজা কলেজ ও বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন স্কুল ও কলেজের কয়েকশো শিক্ষার্থী।

Chittagong

এ সময় শিক্ষার্থীরা ‘পড়তে এসেছি, মরতে নয়’, ‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ/ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ’, ‘নৌমন্ত্রীর পদত্যাগ চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘৯ টাকায় ১ জিবি নয়, নিরাপদ সড়ক চাই’, ‘সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে, গাড়ি চাপায় মানুষ মরে মন্ত্রী কেন হাসে’ ‘আর কত ছাত্রছাত্রীর জীবন নিয়ে বেপরোয়া চালকরা ক্ষান্ত হবে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ সহ বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন।

সমাবেশ থেকে শিক্ষার্থীরা নৌমন্ত্রী শাহ্জাহান খানের পদত্যাগ এবং দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিচার দাবি করেন।

দুপুর ১২টা পর্যন্ত প্রেস ক্লাব চত্বরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ এ সময় অবস্থান নিলেও তারা নিরাপদ দূরত্বে অবস্থান করেন।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।