শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ০৮ আগস্ট ২০১৮

পটুয়াখালীতে ১৮ সড়কে জেব্রা ক্রসিং তৈরির কাজ শুরু হয়েছে। বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এ জেব্রা ক্রসিং তৈরির কাজ করা হয়।

পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগের নিবার্হী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন জানান, প্রাথমিক পর্যায়ে পটুয়াখালী জেলার ১৮ স্থানকে চিহ্নিত করা হয়েছে। এ সকল স্থানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং নির্মাণ করা হবে। ইতোমধ্যে কাজ শুরু হয়েছে, আশা করছি দ্রুত সময়ের মধ্যে জেব্রা ক্রসিং তৈরি কাজ সম্পন্ন হবে।

Patuakhali--Zabra-Crossing

বরিশাল রেঞ্জ ডিআইজি মো. সফিকুল ইসলাম জানান, বাইরের দেশে গিয়ে ট্রাফিক আইন মানলেও নিজ দেশে তা মানি না। অথচ নিরাপদ সড়কের জন্য সবার আগে নিজেকেই ট্রাফিক আইন মানতে হবে। ট্রাফিক আইন মানলে সড়কে মৃত্যুর হার কমে যাবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।