ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবারও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ০৯ আগস্ট ২০১৮
ছবি-প্রতীকী

জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার সন্ধ্যায় উপজেলার ডিগ্রিরচর ফারাজীপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের সন্দেশ আলী (৬০) ও তার ছেলে নিজাম উদ্দিন (৩০)। আহতদের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ইসলামপুর থানা পুলিশের ওসি মো. শাহীনুজ্জামান খান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সন্দেশ আলীর ঘরের বিদ্যুৎসংযোগ থেকে পুরো বাড়ি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় নিজাম উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে যান বাবা সন্দেশ আলীসহ বাড়ির অন্যরা।

বিদ্যুৎস্পৃষ্টে আহতদের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক সন্দেশ ও নিজামকে মৃত ঘোষণা করেন।

এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।